ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কর্মক্ষেত্রে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে : পরিকল্পনামন্ত্রী
অনলাইন ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের সব তরুণদের মাঝে উচ্চশিক্ষার দিকে ঝুঁকে পড়ার যেই প্রবণতা, তা দিন শেষে জীবিকা নির্বাহের কাজে আসছে না। সব কর্মক্ষেত্রে কাজের শোভন পরিবেশ নিশ্চিত করতে বিকল্প শিক্ষা নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার সানেম ও একশনএইড আয়োজিত ‘সেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর ইয়ুথ বাজেটিং’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, সব কর্মক্ষেত্রে কাজের শোভন পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলেই বাংলাদশের যুবসমাজের বিভিন্ন সমস্যাগুলো প্রশমিত হবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণদের সঙ্গে কথোপকথনে অংশ নেন মন্ত্রী। এ সময়ে মন্ত্রী সরাসরি তরুণদের ভাবনা, আকাঙ্ক্ষা, আশঙ্কার বিষয়ে কথা বলেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর