ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সততার সাথে নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে : পরিকল্পনামন্ত্রী
অনলাইন ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে নির্মোহভাবে দায়িত্ব পালন করতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধশীল দেশ গঠনে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ আজ স্বাধীনতার সুফল ভোগ করছে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ ব্যাংক সিলেট’র হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেটের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে বিভিন্ন অপপ্রচার চালিয়ে দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছে। সেসব এখন অতীত। তবে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা অনেক সময় সহজ হলেও তা রক্ষা করা খুবই কঠিন। তাই আমাদের সবাইকে সাবধান থাকতে হবে।’

বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেটের সভাপতি কবীর আহমদ শরীফের সভাপতিত্বে এবং যুগ্ম-পরিচালক সিতাংশু শেখর রায় ও উপ-পরিচালক হুমায়রা জাহান রুপুর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ  



এই পাতার আরো খবর