ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই নির্বাচনে আসবে : পানিসম্পদ উপমন্ত্রী
ময়মনসিংহ প্রতিনিধি
বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‌‘বিএনপি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই নির্বাচনে আসবে। তাই এই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সজাগ থাকতে হবে। কারণ, এখনো একাত্তরের পরাজিত শক্তিরা চক্রান্ত করছে। আমরা তাদের সব চক্রান্ত নস্যাৎ করে দিয়ে আগামী নির্বাচনেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো রাষ্ট্রক্ষমতায় আনব।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকালে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব। রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এ রাষ্ট্র থাকবে, ততদিন তিনি অমর থাকবেন।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আয়োজিত ওই সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, নীলদলের সভাপতি ও প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ মাসুম হাওলাদার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সাইফউদ্দিন বাবু, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর