ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নতুন পিয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে : কৃষিমন্ত্রী
অনলাইন ডেস্ক
ড. আব্দুর রাজ্জাক (ফাইল ছবি)

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নতুন পিয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১৩ লাখ টন আমদানি অনুমতির বিপরীতে মাত্র ৩ লাখ টন আমদানি হয়েছে। তাই সঙ্কট বাড়ছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারত পিয়াজে রপ্তানি শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশেকে অনেক ভুগতে হয়। সম্প্রতি ভারত সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীকে এমন না করার জন্য অনুরোধ করা হয়ছিল। তারা গমের ক্ষেত্রে আর এমন করবে না আশ্বস্ত করেছিল। পিয়াজের ক্ষেত্রে তারা সহযোগিতা করবে কি না জানা নাই।।

তিনি আরও বলেন, মিশর বা তুরস্ক থেকে আমদানি করা যায় কিনা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হচ্ছে। অন্য যে কোন দেশ থেকে কোন ব্যবসায়ী আমদানি করতে চাইলে অনুমতি দেয়া হবে।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর