ঢাকা, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বিএনপির রিজভী যা বলেন, বদিউল আলমও তাই বলেন : ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আর মামুদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে’— সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের এমন বক্তব্যের জেরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা আগেই বলেছি— ব্যক্তিগতভাবে আমি নিজেও বলেছি যে, বদিউল আলম সাহেব বিএনপির একজন খাস দালাল। কাজেই বিএনপির রিজভী যা বলেন, বদিউল আলমও তাই বলেন।’

আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দেশ পরিচালনা করছি, কিন্তু সবকিছু যে শতভাগ পারফেক্টফুললি হচ্ছে- এমন দাবি আমরা করি না। আমাদের সমালোচনার বিষয় থাকলে অবশ্যই সমালোচনা হবে। সমালোচনা যে কোনো মানুষকে শুদ্ধ করে। সমালোচনা আর বিতর্ক হলেই একমাত্র শুদ্ধ হওয়ার সুযোগ থাকে। যেমন- পার্লামেন্টে যদি কোনো বিষয়ে সমালোচনা হয়, আমরা ভুল শুধরে নেওয়ার সুযোগ পাই। সমালোচনা যদি নাই হয়, তাহলে বিরোধী দল কেন থাকবে?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা ট্রেনে আগুন দিয়েছে, তাদের অনেকেই ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে। এমনকি অন্যান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। নির্বাচনকে সামনে রেখে সামনে এরকম ঘটনা যেন আর না ঘটে, সেজন্য আমরা আরো সতর্ক হবো। এখন থেকে আরো কঠোরতার সাথে আমরা বিষয়গুলো দেখব যেন এসব ঘটনার পুনরাবৃত্তি আর না হয়।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ  



এই পাতার আরো খবর