ঢাকা, মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গ্যাসের মাস্টার প্ল্যান, অনুসন্ধান জরুরি ভিত্তিতে করা প্রয়োজন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

গ্যাস অনুসন্ধান, ভোলার গ্যাস পাইপ লাইন, গ্যাসের মাস্টার প্ল্যান ও ডিপ ড্রিলিংয়ের কাজ জরুরি ভিত্তিতে করা প্রয়োজন। আমাদের ডাইনামিক প্রাইসিং আসবে। পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। 

আজ রাজধানীর বিদ্যুৎ ভবন ও সচিবালয়ে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১০০ দিনের প্ল্যান তৈরি করার নির্দেশনা দেন তিনি।  

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রাহক সন্তুষ্টিই আমাদের মুখ্য উদ্দেশ্য। গ্রাহক সন্তুষ্টির জন্য নিজেদের অবস্থানে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। কর্মকর্তাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখতে বলেন। 

বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুতের চ্যালেঞ্জ বাড়বে বলেও মনে করেন প্রতিমন্ত্রী।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর