ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সোশ্যাল মিডিয়া থেকে ৯৫৯৮ লিংক অপসারণ
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন ইউটিউব ও সোশ্যাল মিডিয়া থেকে অসত্য ও উসকানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯ হাজার ৫৯৮টি লিংক অপসারণ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে এসব লিংক অপসরণ করা হয়।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ তথ্য জানান। স্বতন্ত্র সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক জানান, ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার অসত্য ও উসকানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অন্তর্ভুক্ত নয়। সংসদ নির্বাচনের আগে ও পরে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া হতে অসত্য ও উসকানিমূলক তথ্য সংশ্লিষ্ট ৯ হাজার ৫৯৮টি লিংক অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশে বর্তমানে ১৯ কোটি মোবাইল সিম গ্রাহক রয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ। ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মসংস্থান হচ্ছে, আইটিতে কাজ করছে ছয় লাখ ৯০ হাজার যুবক। এরা দেশে প্রতিবছরে এক দশমিক ৯ বিলিয়ন ইউএস ডলায় আয় করছে বলে সংসদে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর