ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড দমন করা হবে’
নিজস্ব প্রতিবেদক, সিলেট
মো. তাজুল ইসলাম। ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘জনআকাঙ্ক্ষা পূরণের জন্য যে কোনো দলের কর্মসূচিকে স্বাগত জানালেও ধ্বংসাত্মক কর্মকাণ্ড দমন করা হবে।’

শনিবার সকালে সিলেট নগরের সাগরদিঘীরপাড় ওয়াকওয়ে পরিদর্শন শেষে বিএনপির আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, ‘কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল যদি ধ্বংসাত্মক ও গণবিরোধী কোনো কার্যক্রম করে, তাহলে সরকার সংবিধান অনুযায়ী কঠোরভাবে তা দমন করবে।’

সিলেটের উন্নয়নে সরকার সবসময় আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, ‘সীমাবদ্ধতা সত্ত্বেও সিলেটের জন্য প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করা হচ্ছে। সিলেটের উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীও আন্তরিক।’ 

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর