ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী দেশকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন: অর্থমন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, আমাদের প্রিয়নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এতে আপনারাও শামিল থাকুন। শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কাজে আপনারাও যোগদান করুন। 

তিনি আরও বলেন, এ কলেজে লেখাপড়ার মান অনেক ভালো। লেখাপড়া আরো ভালো হোক। আপনাদের এ কলেজে সংযোজন হচ্ছে নতুন একাডেমিক ভবন। আপনাদের চলার পথ সুগম হোক, চলার পথ সাফল্যে ভরে উঠুক।

শুক্রবার সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী রানীরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজে নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এসময় অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, খানসামা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অর্থমন্ত্রী খানসামা উপজেলার গোয়ালডিহি বাংলা ভাষা কলেজের ৪তলা বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তিনি বলেন, আমরা উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। দেখেন আজ দেশের চেহারা বদলে গেছে, সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। 

অর্থমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশ উল্টো পথে যাত্রা শুরু করে। কিন্তু অনেক সংগ্রামের পর বিদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা সগৌরবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তারপর তিনি নির্বাচনের মাধ্যমে পরপর প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করে বাংলাদেশকে আজ এতদূর নিয়ে এসেছেন। তাতে বাংলাদেশ পৃথিবীর রোল মডেল হয়েছে।

১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর