ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিষিদ্ধ জাল উৎপাদন বন্ধে দ্রুতই ব্যবস্থা : মৎস্যমন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি

মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট জালসহ নিষিদ্ধ জাল উৎপাদন বন্ধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। 

সোমবার দুপুরে চাঁদপুর মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মৎস্যমন্ত্রী। 

এ সময় মৎস্যমন্ত্রী চাঁদপুরসহ দেশের অন্যান্য নদীগুলোর নাব্যতা সংকট দূর করতে ও অভয়াশ্রমে জেলেদের প্রণোদনা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের আশ্বাস প্রদান করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, জেলা প্রশাসক কামরুল হাসানসহ প্রশাসনিক, রাজনৈতিক ও মৎস্য বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। 

পরে জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অতিথিদের অংশগ্রহণে চাঁদপুরের পদ্মা-মেঘনায় বিশাল নৌ-র‍্যালি বের করা হয়।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর