ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এই সরকারকে ক্ষমতায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না : তাঁতীদল
নিজস্ব প্রতিবেদক

তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, এই সরকারকে ক্ষমতায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না, সংবাদপত্রের স্বাধীনতা আসবে না, বেগম খালেদা জিয়ার মুক্তি আসবে না। আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু স্বাধীনভাবে চলতে পারি না, কোথাও জনসভা করতে গেলে সরকারের অনুমতি নিতে হয়, স্বাধীনভাবে কথা বলতে পারি না, তাহলে কী আমরা স্বাধীন? তাই আপনাদের অনুরোধ করবো সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

বুধবার মুগদার সাবেক কমিশনার নুরুল হুদার বাসভবনে তাঁতীদল ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানার আয়োজনে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, আমাদের দলের ভেতরে সরকারের এজেন্ট ঢুকে পড়েছে, তারা সরকারের কাছ থেকে বিভিন্নভাবে সহযোগিতা ও সুযোগ-সুবিধা নিয়ে সরকারের নীল নকশা বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁতীদলেরও দু-তিনজন সরকারের সাথে মিলেমিশে আঁতাত করে চলছে। তারা কয়েকবার তাঁতীদল ভাঙার ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে। তাই এদের চিহ্নিত করুন। এদের থেকে সাবধান থাকুন।

সারাদেশে তাঁতীদলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হাজার হাজার নেতাকর্মী জেলে বন্দী আছে, তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

আবুল কালাম আজাদ বলেন, ঘরে বসে ডিজিটাল মোবাইলের মাধ্যমে আন্দোলন করা যাবে না। এ অবৈধ সরকারকে প্রতিহত করতে হলে সরাসরি রাজপথে আন্দোলনে থাকতে হবে। আমরা আন্দোলন করছি ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা আন্দোলন করছি দেশকে বাঁচানোর জন্য, দেশের মেহনতি মানুষের অধিকার আদায়ে তাদের মুখে হাসি ফুটানোর জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুগদা থানার বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য শেখ মোহাম্মদ আলী চায়না, তাঁতীদল মুগদা থানার সদস্য মোহাম্মদ মূসা মিয়া। সভায় সভাপতিত্ব করেন মুগদা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলহাস মিয়া।

এতে উপস্থিত ছিলেন মুগদা থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম, মোহাম্মদ নাছিম, মোহাম্মদ কামাল, মোহাম্মদ ফখরুল, মোহাম্মদ জীবন, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ মুকলেছ উদ্দীনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর