আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিতে নয়া পল্টনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মী ও অনুসারীরা।
শোভাযাত্রায় বিএনপির বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে র্যালিতে অংশ নেন।
র্যালিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, ইউনুস মৃধা, আব্দুস সাত্তার, মো. মোহন, আনম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবীন, মনির হোসেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য এডভোকেট মকবুল হোসেন সরদার, হাজী ইউসুফ, এবিএমএ রাজ্জাক, জামশেদুল আলম শ্যামল, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, যুগ্ম মহানগর শরিফুল ইসলাম আউয়াল, আনোয়ার হোসেন, জাকির হোসেন, সিদ্দিকুর রহমান, জিল্লুর রহমান, আরিফ হোসেন, মো. জসীম, মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান, বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছালাম, উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মিরাজ উদ্দিন হায়দার আরজু, শেরে বাংলা নগর থানার যুগ্ম আহ্বায়ক শাহজালাল সিকদার, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান নাজিম উদ্দীন, মোহাম্মদপুরথানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হানিফ ও মাসুম বাবুল, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক আলী কায়সার পিন্টু সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল হাওলাদার, সবুজবাগ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল রহিম, ভাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মিয়া, চকবাজার থানাধীন ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ জুয়েল ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উত্তরাপূর্ব থানার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সুরুজ আলমসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত