ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাংলাদেশে ভোট বলে কিছু নেই: জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সংগৃহীত ছবি

বাংলাদেশে ভোট বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর গণকপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চ রাজাশাহী জেলার আয়োজনে সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তন লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন শীর্ষক বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে ভোট বলে কিছু নেই। সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ায় এখন আওয়ামী লীগের কাজ। এখন সরকার লাখো কোটিপতিদের হাতে। কতটা সুযোগ-সুবিধা পেয়েছে তার দৃষ্টান্ত পুলিশের সাবেক আইজি।

তিনি আরও বলেন, দেশের জনগণের সম্পদ-বিদ্যুৎ-গ্যাস জিনিসের দাম বাড়ির জনগণের টাকা ছিনিয়ে নিচ্ছে। কথা বললে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতার মানহানি হয়েছে নাকি। রাজশাহীতে এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর