ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সবাই রাস্তায় নামলে সরকার এক ঘণ্টাও টিকবে না: দুদু
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে এ সরকার এক ঘণ্টাও টিকতে পারবে না। তিনি বলেন, লড়াই ছাড়া কোনো অর্জন হয় না। রাজপথে ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা (বিএনপি) তো বলেই দিয়েছি, যারা এই আন্দোলনে থাকবে তারা পরবর্তীকালে সরকারে থাকবে, পার্লামেন্টে থাকবে।    শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খেলাফত মজলিস আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।    খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে আরও বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, খেলাফত মজলিস নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আঁকন, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রমুখ।   সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, সরকার পতনের আন্দোলনের জন্য সবাইকে মাঠে ঐক্য গড়ে তুলতে হবে। সরকার পতনের আন্দোলনের ডাক আসলে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। এজন্য ময়দানে ঐক্য হবে।    বিডি প্রতিদিন/আরাফাত


এই পাতার আরো খবর