ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সরকার আর বেশিদিন ক্ষমতায় নাই : শামসুজ্জামান দুদু
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনে করেন, ‘বর্তমান সরকার তার নিজস্ব কার্যকলাপে প্রমাণ পেয়েছে যে তারা আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। তাই জনগণকে গণতন্ত্রের লড়াই চালিয়ে যেতে হবে।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী জনতা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ‘আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। গণতন্ত্র আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। লড়াইটা আমাদেরই করতে হবে। আমরা ১৫-১৬ বছর ধরে যে লড়াইটা করছি ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে। তাহলে আমার বিশ্বাস, আমি নিশ্চিত এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি খালেদা জিয়া সম্পর্কে বলেন, ‘তিনি আমাদেরকে সম্মানিত করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি শিক্ষার অগ্রদূত। তিনি কথা দিয়েছিলেন ক্ষমতায় আসলে পাঁচ হাজার টাকা কৃষকদের সুদ, ঋণ মওকুফ করবেন, তিনি করেছিলেন। তিনি সারের দাম কমিয়েছিলেন। দেশকে রক্ষা করেছিলেন। আর বর্তমান যারা ক্ষমতায় আছে তারা দেশের সর্বভৌমত্বকে রক্ষা করতে পারছেন না। ভাবা যায়, বার্মা আমাদের উপর আক্রমণ করে!’

কৃষকদলের সাবেক আহ্বায়ক বলেন, ‘জিয়াউর রহমান নিরহংকার মানুষ ছিলেন। তিনি কখনো কারও বিরুদ্ধে কটূক্তি করেননি। আজ যারা শাসক আছে, তারা যেভাবে তার বিরুদ্ধে সমালোচনা করে, যে ভাষায় সমালোচনা করে এটা দুঃখজনক।’

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর