ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জনগণ একদিন এই সরকারের বিচার করবে : এবি পার্টি
নিজস্ব প্রতিবেদক

বর্তমান সংসদকে জনসমর্থনহীন ডামি সংসদ আখ্যায়িত করে সেই সংসদে দেশের অর্থনীতি ধ্বংসকারী, দুর্নীতি সহায়ক বাজেট (অর্থবিল) পাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি’। 

সোমবার সংবাদ সম্মেলনে অর্থবিল ২০২৪ প্রত্যাখ্যান করে পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ভোট জালিয়াতি ও দেশের সম্পদ লুণ্ঠনকারী সরকারের জনগণের ট্যাক্স খরচ করার এবং বাজেট দেয়ার নৈতিক কোনো বৈধতা নেই, জনগণ একদিন এই ডামি সরকারের বিচার করবে। 

পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগের আশ্রয়ে থাকা হাজার হাজার বেনজীর-মতিউর চুরি-দুর্নীতির যে নজীর সৃষ্টি করেছে তাতে এই দলের নাম এখন নতুন করে ‘আওয়ামী লুটপাট লীগ’ রাখা উচিত। 

যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল প্রমুখ।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর