ঢাকা, রবিবার, ৪ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

আন্দোলনের নামে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে : সমবায় প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং রাজশাহী জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, ‌‘রাষ্ট্রবিরোধী সংঘাতে জড়িত বিএনপি-জামায়াত-শিবিরের দেশব্যাপী তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্যের কারণে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

আজ শনিবার বিকালে পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ‘ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি, জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে মতবিনিময় সভা’য় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশব্যাপী যে ধ্বংসলীলা চালিয়েছে এবং জীবন ও সম্পদের যে ক্ষতি করেছে তা অপূরণীয়। আগামী কয়েক দশকেও এ ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য হবে।’

আব্দুল ওয়াদুদ উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধান ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলুন। নৈরাজ্য সৃষ্টিকারী যেই হোক তাকে প্রতিহত করুন। ঘরে বসে থাকার সময় এখন না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আন্দোলনের শুরু থেকেই প্রধানমন্ত্রী সাধারণ ছাত্রদের দাবি-দাওয়াকে প্রাধান্য দিয়েছেন। ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ সংবলিত গেজেট প্রকাশ হয়েছে। কিন্তু, এখনও কেন এত এত দফা? তিনি তার বক্তব্যে যোগ করে বলেন, মূলত, লন্ডন থেকে টাকা পাঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিয়ে দেশকে কয়েক যুগ পিছিয়ে দিতেই অগ্নিসন্ত্রাস ও শিশুহত্যার মতো নৃশংস কর্মকাণ্ড করার হুকুমজারি হচ্ছে।’

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী-৪ আসনের এমপি আবুল কালাম আজাদ এবং পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/জুনাই



এই পাতার আরো খবর