ঢাকা, শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ করছে বিএনপি: টুকু
নিজস্ব প্রতিবেদক
তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ করছে বিএনপি: টুকু

বিএনপির প্রচার-সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, জনগণের দল বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় আমরা বিএনপির পক্ষ থেকে কয়েক হাজার বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও বন্যা কিংবা যেকোনও দুর্যোগে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যা দুর্গত ও বানভাসি মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে মাত্র ২৪ দিন। এর মধ্যে ঢাকা শহরটাই যেন দাবির ভূমিতে পরিণত হয়েছে। (ড. ইউনূস) মাত্র বসেছেন। এখনও শেখ হাসিনার জঞ্জাল মুক্ত করতে পারেননি। একটু সময় তো তাকে দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সুলতান সালাউদ্দীন বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হলেও তাদের প্রেতাত্মারা এখনও চক্রান্ত করছে।

তিনি আরও বলেন, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন সহায়সম্বল হারিয়ে নিদারুণ অসহায়। যতদিন বানভাসি মানুষ ঘরে ফিরে না যাবে, ততদিন আমরা অসহায় মানুষের পাশে আছি। আপনারা সমন্বিতভাবে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক তারেক মুন্সীসহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/একেএ



এই পাতার আরো খবর