নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘কোনো দুর্বৃত্ত চাঁদাবাজকে আমরা জায়গা দিব না।’
তিনি বলেন, ‘কারণ তারা আপনাদের মাঝে মিশে গিয়েও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজে জড়িয়ে পড়লে আমরা কিন্ত এক বিন্দুও ছাড় দিব না।’
আজ শনিবার দুপুরে ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।
যুবদলের সাধারণ সম্পাদক বলেন, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে তারা বিএনপির লোক নয়, তারা দুর্বৃত্ত। দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যবস্থা নিয়েছেন।’
তিনি বলেন, ‘আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ষড়যন্ত্র হতে পারে। এসব মোকাবিলায় সকল নেতাকর্মীকে সর্বোচ্চ সজাগ থেকে সনাতন ধর্মালম্বী ভাই-বোনদের নিরাপত্তা দিতে হবে।’
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নয়ন বলেন, ‘সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। গুম খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন খন্দকার, সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক নাঈমুল্লা চৌধুরী বরাত, সহ-সভাপতি হাসানুজ্জামান শাহদাত, যুগ্ম-সম্পাদক রাসেল পাটোয়ারী, ফুলগাজী উপজেলা আহবায়ক ফরিদ আহমদ ভূঁইয়া, সদস্য সচিব নুরুল হুদা শাহীন, ফেনী জেলা যুবদলের সদস্য মামুন এস এম ফয়সাল প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ