ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

দুধের লিটার ২৪০০ টাকা!
অনলাইন ডেস্ক

আমাদের দেশে এক লিটার দুধ এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। কিন্তু গৃহযুদ্ধগ্রস্ত সিরিয়ার দুর্ভিক্ষকবলিত মাদায়া শহরে এক লিটার দুধের দাম ৩০০ ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ২৪০০ টাকা।

গৃহযুদ্ধ ধ্বংসস্তুপে পরিণত করেছে শহরটিকে। নেই কোন আবাদ। নেই খাদ্য, নেই মানুষের থাকার জায়গা। সেখানকার লোকজন এখন ঘাস ও লতাপাতা সিদ্ধ করে তাই খেয়ে দিন কাটাচ্ছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা রেড ক্রসের মুখপাত্র দিবেহ ফকর শুক্রবার জানান, আগামী কয়েক দিনের মধ্যেই সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা মাদায়া শহরে ত্রাণ সহায়তা পাঠানো হবে। পাশাপাশি প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর আওতাধীন ফোয়া ও কেফ্রায়া শহরেও ত্রাণ বিতরণ করা হবে।

তিনি বলেন, অল্প মাত্রায় ত্রাণ বিতরণ করলে হবে না। ওই সব এলাকাগুলোতে এখন নিয়মিত ত্রাণ বিতরণ প্রয়োজন।

খবর : সিএনএন   বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ



এই পাতার আরো খবর