ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

মানুষের ঘ্রাণশক্তি কুকুর-ইঁদুরের মতোই শক্তিশালী!
অনলাইন ডেস্ক

শতবর্ষের পুরনো মিথকে ভেঙ্গে দিল রুতগার্স ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্ট জন ম্যাকগানের গবেষনা। তিনি দেখিয়েছেন, মানুষের ঘ্রাণশক্তি কুকুর ও ইঁদুরের মতোই শক্তিশালী। খবর আল আরাবিয়া অনলাইন। 

আগে বলা হতো, মানুষের ঘ্রাণশক্তি কুকুর বা ইঁদুরের মতো প্রখর নয়। মানুষ দশ হাজারের মতো বিভিন্ন ঘ্রাণ ধরতে পারে। কিন্তু ম্যাকগানের মতে, মানুষ অন্তত এক ট্রিলিয়নের কাছাকাছি বিভিন্ন ঘ্রাণ ধরতে পারে। এ ব্যাপারে জার্নাল সায়েন্সে প্রকাশিত সে গবেষণায় তিনি বলেন, ‘মানুষের ঘ্রাণশক্তি আসলে অন্যান্য স্তন্যপায়ী যেমন কুকুর বা দন্তযুক্ত প্রাণীদের মতোই শক্তিশালী।’ পাশাপাশি মার্কিন এই গবেষকই প্রশ্ন ছুড়ে বলেন, 'কেন আরও আগে সেই পুরনো কথাটিকে প্রশ্নের মুখে ফেলেনি গবেষকরা?' 

বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/ওয়াসিফ



এই পাতার আরো খবর