ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

ভয়ঙ্কর কসরত প্রদর্শন করায় বাইকারের আট মাসের জেল!(ভিডিও)
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

মোটরসাইকেলের ওপর দাঁড়িয়ে ভয়ঙ্কর কসরত প্রদর্শন করায় এক যুবককে আট মাসের জেল দিয়েছে যুক্তরাজ্য পুলিশ। সে যুক্তরাজ্যের এম সিক্স মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে মোটর বাইক চালাচ্ছিল। তার নাম পয়েল জায়েটওস্কি। মহাসড়কে তার বাইকের গতি ছিল ১৮৮ কিলোমিটার। দ্রুত গতিতে বাইক চালানোর সময় সে বাইকের উপর দাঁড়িয়ে যান এবং সেলফি তোলেন।

পুলিশের একটি গাড়ি পাওয়েল জিয়েটোউস্কি নামে সে স্ট্যান্টম্যানের ভিডিও করে। প্রায় ১৬ মিনিটের ভিডিওতে তাকে দেখা যায় মহাসড়কের আইন ভাংতে এবং বেশ কয়েকবার বিপজ্জনক কর্মকাণ্ড করতে।

তবে মোটরসাইকেল স্ট্যান্টম্যান হলেও পেশায় তিনি গাড়ির রং কারিগর। তিনি পোল্যান্ড থেকে আগত হলেও যুক্তরাজ্যেই কাজ করেন।

পুলিশ জানিয়েছে মহাসড়কের আইন ভাঙার কারণে ২৭ বছর বয়সী এ ব্যক্তিকে আট মাসের জেল দেওয়া হয়েছে।

স্টোক অন ট্রেন্ট ক্রাউন কোর্টের প্রসিকিউটর রবার্ট প্রাইস বলেন, পাওয়েল জিয়েটোউস্কি বলেন তার বিরুদ্ধে বাইক চালানোর নিষেধাজ্ঞাও ছিল।

বিডিপ্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান



এই পাতার আরো খবর