ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রিপোর্টিং করতে গিয়ে বরফ 'হামলা'র মুখে সাংবাদিক! (ভিডিও)
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

খবর সংগ্রহ করতে গিয়ে বা রিপোর্টিং করার সময় অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয় সাংবাদিকদের। তার মধ্যে থেকেও কী ভাবে কাজটা করে আসতে হয় ইরাকের এক সাংবাদিককে দেখলে আরও একবার বোঝা যাবে। ‘হামলার’র মুখে পড়েও ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের কাজ করে গেলেন ওই সাংবাদিক।

আবহাওয়ার রিপোর্টিং করতে গিয়েছিলেন এক ইরাকি চ্যানেলের সাংবাদিক। পূর্ব কুর্দিস্তানে সম্প্রতি ব্যাপক তুষারপাত হয়। সুলেমানিয়া এলাকায় বরফের মাঝে দাঁড়িয়ে রিপোর্টিং করছিলেন ওই সাংবাদিক। সেই সময় হামলার মুখে পড়েন তিনি। তবে এমন ভাবার কোনও কারণ নেই যে, ইরাকে সরকারপন্থী ও বিদ্রোহীদের খণ্ডযুদ্ধের মাঝে পড়ে যান তিনি।

আসলে তুষারপাতের আনন্দ নিতে পৌঁছে যান স্থানীয়রা। তারা বরফের গোলা বানিয়ে একে অপরকে ছুড়ছিলেন। সেই আক্রমণ এক সময় ঘুরে যায় ওই সাংবাদিকের দিকে। তাকে লক্ষ্য করে সবাই বরফের গোলা ছুড়তে শুরু করেন। সেই হামলা সহ্য করেই তিনি রিপোর্টিং করতে থাকেন। পরে সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

ভিডিওটি দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন-

https://t.co/VHViwcLSFo pic.twitter.com/LpbkqCfNvS

 

বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ



এই পাতার আরো খবর