ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

প্রথমবারের মতো টুপিতে ডিএনএ'র অস্তিত্ব
মিললো নেপোলিয়নের আরও এক টুপির সন্ধান
অনলাইন ডেস্ক
ছবি: দ্য গার্ডিয়ান

প্রথমবারের মতো কোনো সম্রাটের টুপিতে ডিএনএর অস্তিত্ব পাওয়া গেছে। ওই ডিএনএ'র অস্তিত্ব প্রমাণ করে সম্প্রতি হংকংয়ের বোনহামস নামের একটি নিলাম প্রতিষ্ঠানে সম্রাট নেপোলিয়নের আরও একটি টুপির সন্ধান পেয়েছে। আগামী ২৭ অক্টোবর টুপিটি নিলামে তোলা হবে।

বোনহামস জানিয়েছে, টুপিতে পাওয়া কয়েকটি চুল থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, টুপিটি নেপোলিয়নেরই। টুপিটি গতকাল সোমবার থেকে প্রদর্শনের জন্য পর্যায়ক্রমে প্যারিস ও লন্ডনে নেওয়া হবে। 

টুপিটির বর্তমান মালিক কেনার সময় জানতেন না, এটি নেপোলিয়নের। জার্মানির একটি ছোট নিলাম প্রতিষ্ঠানের কাছ থেকে কিনেছিলেন এটি।

বোনহামস ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর সিমন কোটলে বলেন, ‘আমাদের জন্য এটি একদমই অপ্রত্যাশিত মুহূর্ত ছিল।' টুপিটির দাম ধরা হচ্ছে এক লাখ ৩৮ হাজার ৫৫০ ডলার।

উল্লেখ্য, কয়েকটি অঙ্কিত চিত্রে নেপোলিয়নের মাথায় এই টুপিটি দেখা গেছে। 

সূত্র : এনডিটিভি  

বিডি প্রতিদিন / অন্তরা কবির 



এই পাতার আরো খবর