ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

১২ হাজার ৩০০ বছর আগেও তামাক খেত মানবজাতি!
অনলাইন ডেস্ক
উইশবোন সাইটে প্রাপ্ত পোড়া তামাকের বীজ

মানুষের তামাক ব্যবহারের শুরু কবে? এতদিন ভাবা হতো, এর শুরু হয় প্রায় সাড়ে ৩ হাজার বছর আগে। কিন্তু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটায় মরুভূমির মধ্যে ইউএস এয়ার ফোর্সের ঘাঁটিতে একটি প্রাগৈতিহাসিক স্থানে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে, যা বদলে দিচ্ছে প্রত্নতাত্ত্বিকদের অতীতের সব হিসাব-নিকাশ। এখন তারা ভাবতে বাধ্য হচ্ছেন, সাড়ে ৩ হাজার নয়, সেই ১২ হাজার ৩০০ বছর আগে থেকেই তামাক ব্যবহার করতে শুরু করে মানবজাতি। 

এখন সামরিক পরীক্ষার জন্য ব্যবহৃত ওই প্রাগৈতিহাসিক স্থান থেকে পাওয়া গেছে চারটি পোড়া তামাকের বীজ। এ থেকে গবেষকরা অনুমান করছেন, এ অঞ্চলে বসতি স্থাপনকারী প্রাচীন জনগোষ্ঠীরা শুকনো তামাক চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলেছিলেন। 

গবেষণা নিবন্ধটি গত সোমবার ‌‘ন্যাচার হিউম্যান হিহেভিয়ার’ জার্নালে প্রকাশিত হয়। যেখানে তামাক ব্যবহার ও এর চাষের ইতিহাসের ব্যাপারে আলোকপাত করা হয়েছে। নিবন্ধটির রচয়িতারা মনে করছেন, আমেরিকা অঞ্চলে তামাক গাছের সন্ধান পাওয়ার পর থেকেই মানুষ নিকোটিনে আসক্ত হয়ে পড়ে। 

সূত্র : বিবিসি, হারেৎজ

 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর