ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দুই সপ্তাহ কোমায় থেকে কথার ধরন বদলে গেল তরুণীর!
অনলাইন ডেস্ক

কোমা থেকে জাগার পর তরুণীর কথার ধরনে পরিবর্তন দেখে অবাক চিকিৎসকরা। সড়ক দুর্ঘটনার কারণে মাথায় আঘাত পান ওই তরুণী। আঘাতের কারণে দুই সপ্তাহ কোমায় ছিলেন তিনি। 

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা সামার ডিয়াজ জীবনে কখনো নিউজিল্যান্ডে যাননি। এমনকি ওই অঞ্চলের কারো সংস্পর্শেও আসেননি। অথচ কোমা থেকে উঠে অনর্গল কিউই উচ্চারণে কথা বলে যাচ্ছেন তিনি। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০ সালের নভেম্বরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় একটা এসইউভি সামারকে ধাক্কা দেয়। আঘাতের কারণে তিনি কোমায় চলে যান। কোমা থেকে জেগে উঠেন দুই সপ্তাহ পর।  

চিকিৎসকরা জানিয়েছেন, ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে বিরল মেডিকেল কন্ডিশন ফরেন অ্যাকসেন্ট সিনড্রোমে (এফএএস) ভুগছেন সামার। ভাষার উচ্চারণ বদলে গেছে এ কারণেই।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর