ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আনন্দবাজারের প্রতিবেদন
সন্তান হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ, এক মাসে ২৫০ কুকুরছানা মেরে ফেলল বানেরর দল!
অনলাইন ডেস্ক
সন্তান হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ, এক মাসে ২৫০ কুকুরছানা মেরে ফেলল বানেরর দল!

সন্তান হত্যার প্রতিশোধের নেশায় মেতে উঠেছে এক দল বানর। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁও এলাকার। বানরের প্রতিশোধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সেখানকার বাসিন্দারা।

গ্রামবাসীদের দাবি, মাসখানেক আগে একটি বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল এক দল কুকুর। তারপর থেকে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বানরের একটি বিশাল দল। কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়গা থেকে ফেলে হত্যা করছে বিক্ষুব্ধ বানরগুলো। গত মাসে বানরের হানায় অন্তত ২৫০ কুকুর ছানার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন গ্রামবাসীরা। বানরের দলের দাপটে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যেও।

মজলগাঁও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। হাজার পাঁচেক মানুষের বাস ওই গ্রামে। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনও কুকুরছানাই বেঁচে নেই।

বানরের প্রতিশোধের হাত থেকে বাঁচতে গ্রামবাসীরা স্থানীয় বন দফতরের শরণাপন্ন হয়েছিলেন। অভিযোগ, বন দফতর একটি বানরকেও ধরতে পারেনি। কিছু গ্রামবাসী বানরের হাত থেকে কুকুছানাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। তা করতে গিয়ে উঁচু স্থান থেকে পড়ে বেশ কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছেন।

গ্রামবাসীদের অভিযোগ, কুকুরছানাগুলো মেরেও ক্ষান্ত হয়নি বানরের দল। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের ওপরও সুযোগ পেলেই হামলা চালাচ্ছে সেগুলো। গোটা বিষয়টি নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর