ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

খেলনায় থাকা ব্যাটারি গিলে শিশুর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ
অনলাইন ডেস্ক
ছোট্ট হাফি

হাফি ম্যাকমোহন তার প্রিয় খেলনা থেকে ব্যাটারি গিলে ফেলেছিল। এতে তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। রক্তে এসিডের পরিমাণ বেড়ে যায়। হাসপাতালে দুই দিন ছটফট করেছিল সে। ডাক্তাররা আশা ছেড়ে দেওয়ার পর তার লাইফ সাপোর্ট খুলে নিতে সম্মতি দেয় পরিবার। স্কটল্যান্ডের লানার্কশায়ারে ছোট্ট হাফিকে সমাহিত করা হয়েছে।

সন্তান হারানোর ব্যথা কিছুতেই ভুলতে পারছেন হাফির বাবা-মা। হাফির মা ক্রিস্টিন ম্যাকডোনাল্ড বলেন, ‌‘সার্জন আমাকে জানিয়েছেন, ব্যাটারি তার ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে।’

হাফির বাবা-মা এখন খেলনায় ব্যাটারির ব্যবহার বন্ধের জন্য আন্দোলন শুরু করেছেন। ক্রিস্টিন বলেন, ‘আমার পুরো পৃথিবীটাই উলটপালট হয়ে গেছে। কী কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি তা প্রকাশ করার ভাষা আমার জানা নেই।’

সূত্র : দ্য সান 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর