ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাস্তবজীবনের ‘মৎস্যকন্যা’ নাওমি ট্রট!
অনলাইন ডেস্ক
ছবি মিরর অনলাইন থেকে সংগৃহীত

ছোটবেলা থেকে কে না শুনে এসেছে মৎস্যকন্যার কথা? মৎস্যকন্যা নিয়ে কত গল্প, কত কল্পকাহিনি। শিশুদের মনে স্বপ্নের কত বর্ণিল ঢেউ যে তুলে দেয় এই মৎস্যকন্যা। কিন্তু, যদিও এসব শুধুই গল্প, তবে এবার বাস্তবজীবনের মৎস্যকন্যার খোঁজ পাওয়া গেল ব্রিটেনে।

নাম তার নাওমি ট্রট। এই নারী পানির নীচে ৪ মিনিট পর্যন্ত থাকতে পারেন। তবে সেটা একদিনে হয়নি। দীর্ঘদিন ট্রেনিংয়ের পরে তিনি এটা করতে পেরেছেন। দেশটির ব্রিস্টল নগরীতে বাস করেন নাওমি। ৩৪ বছরের এই তরুণী পেশায় একজন আর্কিওলজিস্ট।

পেশায় আর্কিওলজিস্ট হলে নাওমি নেশায় মৎস্যকন্যা। সপ্তাহের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যকন্যা হিসেবে পারফর্ম করেন তিনি। বাকি দিনগুলো চাকরি করেন। তবে তিনটা দিন মৎস্যকন্যা হয়ে বাচ্চাদের আনন্দ দেন নাওমি। পানিতে মৎস্যকন্যার সাজে অন্য জলজ প্রাণীদের সঙ্গে সাঁতার কাটেন তিনি।

২০১৯ সাল থেকে মৎস্যকন্যা হিসেবে পারফর্ম করে আসছেন নাওমি। প্রতি শিফটে সাধারণত ২০ মিনিট পারফর্ম করতে হয় তাকে। সূত্র: মিরর অনলাইন

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর