ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শিল্পকর্ম মোনালিসায় ‘কেক হামলা’
অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম বিখ্যাত শিল্পকর্ম ‘মোনালিসা’। সেই শিল্পকর্ম নিয়ে বহু গবেষণা ও চুলচেরা বিশ্লেষণ হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রান্সের লুভর মিউজিয়ামে বহু মানুষ পাড়ি জমান শুধু এই শিল্পকর্ম দেখতে।

এবার এই ‘মোনালিসা’ শিল্পকর্মটিকে ঘিরে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। এক পুরুষ দর্শনার্থী হুইলচেয়ারে করে নারীর সাজে প্রবেশ করেন প্যারিসের সেই জাদুঘরে। এরপর তিনি হঠাৎ হুইলচেয়ার থেকে উঠে দাঁড়ান এবং ‘মোনালিসা’র শিল্পকর্মটির ওপর আঘাত করেন। কিন্তু বুলেটপ্রুফ কাঁচ তিনি ভাঙতে পারেননি।

পরে সেই অভিযুক্ত লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘মোনালিসা’ ছবিতে কেক মাখিয়ে দেন। এতে হতবাক হয়ে যান অন্য দর্শনার্থীরা। ঘটনার পরপরই অভিযুক্তকে জাদুঘর থেকে সরিয়ে নেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর