ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ক্লোজ আপে যেমন দেখা যায় পিঁপড়াকে
অনলাইন ডেস্ক
চমকে দেওয়া পিঁপড়ার সেই ছবি

২০২২ সালের ফটোমাইক্রোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন লিথুয়ানিয়ার এক আলোকচিত্রী। ড. ইউজেনিজুস কাভালিয়াউসকাস নামের সেই আলোকচিত্রী প্রতিযোগিতায় সেরার পুরস্কার জিততে পারেননি। তবে তার তোলা ছবিটিই এখন খবরের শিরোনাম।

ড. ইউজেনিজুস ক্লোজ আপে পিঁপড়ার একটি ছবি তুলেছিলেন। কিন্তু ছবিটি দেখে কেউ বিশ্বাসই করতে চাইবেন না সেটি পিঁপড়ার ছবি। ছবিটি দেখে কোনো দানব অথবা সিনেমার কোনো কাল্পনিক চরিত্র মনে হতে পারে।

টিকটিকির হাতের সেই ছবি

আমাদের আশেপাশের যেসব ক্ষুদ্র বিষয় রয়েছে, প্রতিযোগিতায় সেগুলোই মাইক্রোস্কোপের মাধ্যমে তুলে ধরেন আলোকচিত্রীরা। প্রতিযোগিতায় ৪৮তম বছরে মোট ৭২টি দেশ থেকে ১৩০০ ছবি জমা পড়েছিল। এবারের প্রতিযোগিতায় ‘ইমেজ অব ডিসটিঙ্কশন’ বিভাগে নির্বাচিত ৫৭টি ছবির প্রতিটি-ই অসাধারণ।

প্রতিযোগিতায় শীর্ষ চারে জায়গা করে নিয়েছে মাকড়সার এই ছবিটি

প্রতিযোগিতায় সেরা ২০টি ছবির মধ্যে জায়গা করে নেওয়া আরেকটি ছবি। পতঙ্গের ডিমের ছবি এটি।

এবার সেরার পুরস্কার পেয়েছেন সুইডেনের আলোকচিত্রী গ্রিগোরি টিমিন এবং মিশেল মিলিনকোভিচ। মাদাগাস্কারে পাওয়া যায় এমন একটি টিকটিকির হাতের ছবি তুলেছিলেন তারা।

সূত্র : সিএনএন

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর