ঢাকা, সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

যুক্তরাষ্ট্র
বিমানবন্দরে জবাই করা মুরগির মধ্যে লুকিয়ে পিস্তল বহন
অনলাইন ডেস্ক
উদ্ধার হওয়া বন্দুক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলটি জবাই করা মুরগির শরীরের ভেতরে অভিনব অবস্থায় লুকানো ছিল। ওই অবস্থায় বিমানে উঠার আগে সেই যাত্রীকে আটকে দেয় পরিবহন বিষয়ক নিরাপত্তা প্রশাসন।

ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। তবে পিস্তলে গুলি ছিল কি না যা জানা যায়নি।

পিস্তলের মালিকের পরিচয় কিংবা তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না তাও জানায়নি কর্তৃপক্ষ।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোতে আস্ত্রেয়াস্ত্র বহন নিষিদ্ধ নয়। তবে তার জন্য নিয়ম আছে। অস্ত্র অবশ্যই চেক করা লাগেজে বহন করতে হবে এবং আনলোড রাখতে হবে এবং একটি লক করা সুদৃঢ় স্থানে রাখতে হবে।

সূত্র : এনডিটিভি

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর