ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

২২ বছর কোমায় থাকার পর মৃত্যু
অনলাইন ডেস্ক
ছানা নাচেনবার্গ (বামে)

জেরুজালেমের একটি পিজ্জা রেস্টুরেন্টে ২০০১ সালের ৯ আগস্ট আত্মঘাতী বোমা হামলার শিকার হন মার্কিন বংশোদ্ভূত ইসরায়েলি নারী ছানা নাচেনবার্গ। এরপর দীর্ঘ ২২ বছর কোমায় থাকতে হয়েছে তাকে। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না ওই নারীকে।

ওই হামলা চালানোর সময় ছানা নাচেনবার্গের বয়স ছিল ৩১ বছর। হামলায় সাত শিশু এবং এক অন্তঃসত্ত্বা নারীসহ ১৫ জন নিহত হন। ওই হামলায় তিনি ছাড়াও আরও দুই মার্কিন নাগরিক নিহত হন।

ওই হামলার সঙ্গে জড়িত থাকায় আহলাম তামিমি নামের এক নারীকে ২০০৪ সালে ১৬ বছরের কারাদণ্ড দেয় ইসরায়েলের একটি আদালত। তার জন্ম পশ্চিম তীরে এবং তার জর্ডানের নাগরিকত্বও ছিল। ২০১১ সালে একটি চুক্তির অংশ হিসেবে তিনি মুক্তি পান।

ইজ আল-দিন শুহেইল আল-মাসরি নামের এক ব্যক্তি ওই হামলা চালিয়েছিলেন বলে পরবর্তীতে জানা যায়। ওই হামলাকারীকে সহায়তা করেছিলেন তামিমি। মুক্তি পাওয়ার পর তিনি জর্ডানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর