ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মুগ্ধ করা দৃশ্য, জেলে নৌকার পাশে ভেসে উঠল সহস্র জেলি ফিশ
অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ডোরসেট সমুদ্র সৈকত থেকে হাজার হাজার জেলি ফিশের একটি মুগ্ধকর দৃশ্য ক্যামেরায় ধারণ করেছেন এক জেলে। 

ক্রিস হিন্টন নামের জেলে এই প্রাকৃতিক দৃশ্যটি ধারণ করেছেন। তিনি বলেছেন, ‘এটা দারুণ দৃশ্য। ফুটবলের মাঠের মতো একটা বড় এলাকা জুড়ে জেলি ফিশগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল।’

বিবিসির সিনিয়র আবহাওয়াবিদ ডেভিড ব্রেন বলেছেন, তাপের হেরফেরের কারণে মাঝেমধ্যে বিরলভাবেই জেলি ফিশরা এভাবে সাগরের ওপরে ভেসে ওঠে।

এই বিশেষজ্ঞের মতে, তাপমাত্রা বেড়ে যাওয়াই জেলি ফিশের সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ। এতে জেলি ফিশের খাবারের পরিমাণ বৃদ্ধি পায়।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর