ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বানর ঠেকাতে ভাল্লুকের সাজে কৃষকরা, অতঃপর...
অনলাইন ডেস্ক

ভাল্লুকের পোশাক পরে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন একজন। তবে তিনি কাকতাড়ুয়া নন, আসল মানুষ। 

সাধারণত ভারতে পশুপাখির হাত থেকে ফসল বাঁচাতে মানুষের মতো করে কাকতাড়ুয়া বানিয়ে মাঠের মাঝে দাঁড় করে রাখা হয়। তবে এবার বানর তাড়াতে নিজেরাই পালাক্রমে ভাল্লুকের পোশাকে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকার মতো অভিনব উদ্যোগ নিয়েছেন উত্তর প্রদেশ রাজ্যের জাহান নগর এক কৃষক। 

আখ ক্ষেত নষ্ট করছে বানর। সেই বন্য প্রাণীটিকে বাগে আনতেই ওই কৃষক এমন পোশাক পরেন। তাদের সেই ছবি গণমাধ্যমে প্রকাশ পেতেই রীতিমতো ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এমন চিন্তার তারিফ করছে।

এ বিষয়ে এক  কৃষক বলেছেন, ‌‌কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো নজর না দেওয়ায় ফসল রক্ষায় তারা এই অভিনব পথে হাঁটতে বাধ্য হয়েছেন। ভাল্লুকের পোশাক কিনতে তাদের চার হাজার রুপি খরচ করতে হয়েছে।

তিনি আরো জানান, ওই এলাকায় ৪০-৫০ বানর দল বেঁধে ঘুরে বেড়ায়, ফসল নষ্ট করে। আর কর্তৃপক্ষকে বলে কোনো সুরাহা না হওয়ায় তারা সবাই মিলে চার হাজার টাকায় এই ভাল্লুকের পোশাক কিনেছেন। 

এই ছবি ভাইরাল হওয়ার পর অবশ্য স্থানীয় বন অধিদপ্তরের টনক নড়েছে। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা দিয়েছে। 

 

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদনি/নাজমুল



এই পাতার আরো খবর