ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দুই হাজার বছরের আগের গুপ্তধন ধরা পড়ল মেটাল ডিটেকটরে
অনলাইন ডেস্ক
দুই হাজার বছরের আগের গুপ্তধন ধরা পড়ল মেটাল ডিটেকটরে

ওয়েলসে প্রায় দুই হাজার বছরের পুরেনো স্বর্ণের কয়েন আবিষ্কার করেছে গুপ্তধন শিকারিদের একটি দল। সম্প্রতি মেটাল ডিটেকটর ব্যবহার করে এ ভাণ্ডারের সন্ধান পান তারা।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, স্বর্ণের কয়েনগুলো লৌহ যুগের বলে শনাক্ত করা হয়েছে। আর দেশটিতে ওই সময়কার কোনো স্বর্ণমুদ্রা আবিষ্কারের ঘটনা এ প্রথম। পশ্চিম উপকূলের অদূরে মোট ১৫টি স্বর্ণমুদ্রা খুঁজে পান গুপ্তধন শিকারিরা।

ওয়েলস ন্যাশনাল মিউজিয়ামের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মুদ্রাগুলো ৬০ থেকে ২০ খৃস্টপূর্বাব্দে কোরিয়েলটাভি উপজাতির তৈরি। তারা ইংল্যান্ডের পূর্ব মিডল্যান্ডসে বসবাস করতেন।

তিন অনুসন্ধানকারীর একটি দল মুদ্রাগুলো খুঁজে পায়। আর প্রথম দেখতে পান লয়েড রবার্টস। জানান, ১৪ বছর গুপ্তধন খোঁজার সঙ্গে যুক্ত তিনি। বছরে একটি কয়েন পেলেও তার আনন্দের সীমা থাকে না। কিন্তু এবার প্রথমটি দেখার পরপর আরো মুদ্রা থাকার সংকেত পান।

মুদ্রার একদিকে পৌরাণিক দেবতা অ্যাপোলোর পুষ্পস্তবক ও চুল দেখা যাচ্ছে। অন্য পিঠে রয়েছে ত্রিভুজাকার প্রতীক।

স্বর্ণমুদ্রাগুলোর এমন নকশা বেশ পরিচিত। এ ধরনের নকশার প্রচলন করেন ফিলিপ দ্বিতীয়, যিনি ৩৫৯ থেকে ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মেসিডোনিয়ার প্রাচীন রাজ্য শাসন করেছিলেন।

ধারণা করা হচ্ছে, ওই সময়ে ওয়েলস গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র ছিল।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর