ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘বনের রাজা’র শহর দর্শন!
অনলাইন ডেস্ক

হয়তো সার্কাসের ছোট্ট খাঁচায় বনের রাজার নিজেকে মানানসই লাগেনি মোটেও। তাই পালালেন। আর নিজে পালিয়ে শহর ঘুরে আরাম করলেও ঘুম হারাম করেছেন স্থানীয় বাসিন্দাদের।

সার্কাসের খাঁচা থেকে সিংহ পালানোর ঘটনাটি ঘটেছে ইতালির উপকূলীয় শহর লাদিসপোলিতে। 'রনি রোলার' সার্কাস কোম্পানির সিংহটির নাম 'কিম্বা'। এটির কাজ ছিল খাঁচায় বসে দর্শনার্থীদের নানা রকম কসরত দেখানো।

তবে গত শনিবার স্থানীয় সময় দুপুরে সার্কাস কর্তৃপক্ষের চোখে ধুলা দিয়ে পালায় সিংহটি। ঘুরে বেড়াতে থাকে শহরের অলিতে-গলিতে। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই হৈচৈ পড়ে যায়। আতঙ্ক ছড়ায় চারপাশে। তবে বনের রাজার শহর ভ্রমণটা খুব একটা দীর্ঘ হয়নি। সাত ঘণ্টা চেষ্টায় তাকে আবার খাঁচায় পোরা হয়েছে। 

স্থানীয়দের অনেকে ঘরের জানালা দিয়ে শহরে সিংহের ঘুরে বেড়ানোর দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে সিংহটিকে শহরের পিচঢালা সড়কে ঘুরে বেড়াতে দেখা যায়। পথে একটি পুলিশের গাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিল সিংহটি।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর