ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিংড়ায় যমজ বাছুর
নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় একটি গাভী একসাথে দুইটি বাছুরের জন্ম দিয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার জোড়মল্লিকা গ্রামের আব্দুর রবের ফ্রিজিয়ান জাতের একটি গাভী বাচ্চা দু’টি জন্ম দেয়।

আব্দুর রব পেশায় একজন কৃষক। দেড় মাস আগে আড়াই লাখ টাকা দিয়ে গর্ভবতী গাভীটি কেনেন তিনি। জোড়া বাছুর দেখতে প্রতিবেশীরা আব্দুর রবের বাড়িতে ভিড় জমান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম জানান, সিংড়াতে এর আগেও একটি গাভীর দুটি বাছুর হয়েছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাভীর যেন দুধের স্বল্পতা না হয়। গাভীকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। বাছুর দুটি যেন ঠিকমতো দুধ পায়। আমরা পরিদর্শনে যাবো এবং প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দিয়ে সহযোহিতা করবো।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর