থাইল্যান্ডের একজন প্যারা অ্যাথলেট ও সাবেক সেনা সদস্য আত্মহত্যার আগে স্ত্রীসহ চার জনকে বিয়ের দিন গুলি করে হত্যা করেছেন। বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে পুলিশ।
চতুরঙ্গ সুকসু (২৯) ও কাঞ্চনা পাচুনথুকে (৪৪) শনিবার বিয়ে করেন।
প্রতিবেদন অনুযায়ী ঘাতক ব্যক্তি বিয়ের পার্টি থেকে হঠাৎ বেরিয়ে যান এবং একটি বন্দুকসহ ফিরে আসেন। প্রথমে তার স্ত্রীকে গুলি করেন, এরপর তার ৬২ বছর বয়সী শাশুড়ি এবং স্ত্রীর ৩৮ বছর বয়সী বোনকে হত্যা করেন।
এসময় ছড়িয়ে পড়া গুলি আরো দুই অতিথিকে আঘাত করে। তারমধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
পুলিশ জানিয়েছে, ঘাতক চতুরঙ্গ তখন খুব নেশাগ্রস্ত ছিলেন। তবে হত্যার কারণ এখনো পরিষ্কার নয়। তিনি গত বছর আইনগতভাবেই ওই বন্দুক ও বুলেট কিনেছিলেন।
তবে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, পার্টির সময় স্ত্রীর সাথে চতুরঙ্গের বাকবিতণ্ডা হচ্ছিল। তাদের দাবি স্ত্রীর সাথে বয়সের পার্থক্য নিয়ে সংকোচে ভুগছিলেন চতুরঙ্গ।
তবে পুলিশ এখনো এই হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেন।
চতুরঙ্গ বিয়ের আগে তিন বছর কাঞ্চনার সাথে একসঙ্গে বসবাস করেছেন। গত বছর অ্যাসিয়ান প্যারা গেমসে চতুরঙ্গ রৌপ্য পদকও জিতেছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল