ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চালক ছাড়া গাড়ির তেলেসমাতিতে নেটিজেনরা হতবাক!
অনলাইন ডেস্ক

সাম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। এটি শেয়ার করেছেন ভারতীয় শেফ নেহা দীপক শাহ। যুক্তরাষ্ট্রে চালকবিহীন গাড়িতে চলার অভিজ্ঞতা তিনি এই ভিডিওতে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, চালক ছাড়াই ট্যাক্সিতে চড়েছেন নেহা। আর সেই গাড়ি তাকে ঠিকঠাক গন্তব্যেও পৌঁছে দিয়েছে।

অ্যাপ থেকে একটি ট্যাক্সি বুক করেছিলেন নেহা। গাড়ি আসার পর অ্যাপ থেকেই গাড়িটি খুলতে হয় তাকে। গাড়ির দরজা খুলেই অবাক হওয়ার ভান করেন নেহা! বোঝান, চালক ছাড়াই গাড়িটি তার দরজায় ছুটে এলো কীভাবে, তা যেন বুঝেই উঠতে পারছেন না তিনি। নেহা তার ভিডিওতে বলেন, ‘এই গাড়ি দেখে টারজান সিনেমার কথা মনে পড়ল।’

টারজান সিনেমাতেও দেখানো যায়, মৃত্যুর পর অজয় দেবগনের আত্মা এসে তারই বানানো গাড়িটি চালাত। চালক ছাড়া গাড়িটিকে দেখে ভয় পেত সকলেই।

সান ফ্র্যানসিস্কোর অ্যাপ ক্যাব পরিষেবায় এ রকম চালক ছাড়া গাড়ির ব্যবস্থা আছে। ইলেকট্রিক গাড়ির পুরোটাই স্বয়ংক্রিয়। গাড়িতে উঠে স্ক্রিনে লেখা ‘স্টার্ট’ বোতামে ক্লিক করলেই নিজে থেকেই চলতে শুরু করবে গাড়ি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা আলোচনা শুরু করেছেন। কেউ লিখেছেন, ‘নারীদের জন্য এই ধরনের গাড়ি সত্যিই কী নিরাপদ।’ কেউ আবার লিখেছেন, ‘প্রযুক্তি এই ভাবে ধীরে ধীরে মানুষের চাকরি ছিনিয়ে নিচ্ছে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর