ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শত শত ক্রেতা পেল ‘ভাঙা কেক’
অনলাইন ডেস্ক
ভেঙে যাওয়া কেক

জাপানের একটি বিলাসবহুল ডিপার্টমেন্ট স্টোর ক্রিসমাসে সরবরাহ করা শত শত ভাঙা কেকের জন্য ক্ষমা চেয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ক্রিসমাসের আগে বিতরণ করা প্রায় ২৯০০ স্ট্রবেরি কেকের মধ্যে প্রায় ৮০৭টি কেক গ্রহীতাদের কাছে পৌঁছানোর পর ভাঙা অবস্থায় পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

সরবরাহকারী কোম্পানি তাকাশিমায়া বুধবার বলেছে, তারা অনেকের প্রত্যাশার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং এর দায় নিচ্ছেন।

টোকিওতে এক সংবাদ সম্মেলনে সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর কাজুহিসা ইয়োকোয়ামা মাথা নত করে গভীর অনুশোচনা প্রকাশ করেন।

তাকাশিমায়া বুধবার জানিয়েছে, সাইতামা শহরের মিষ্টান্ন প্রস্তুতকারক প্রতিষ্ঠান উইন'স আর্ক কেকগুলো তৈরি ও হিমায়িত করে। ইয়ামাতো ট্রান্সপোর্ট নামে একটি পৃথক সংস্থা ডেলিভারি পরিচালনা করে। তবে কেকগুলো কেন ভেঙেছে তা নির্ধারণ করা যায়নি। 

এশিয়া মহাদেশের রাষ্ট্র জাপান ক্যাথলিক প্রধান নয়। বড় দিনে জাপানিরা উপহার বিনিময় করে এবং প্রিয়জনদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেয়। স্ট্রবেরি কেকের মতো লাল এবং সাদা রঙগুলি উদযাপনের প্রতিনিধিত্ব করে। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর