ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কানাডায় উড্ডয়নের আগে বিমান থেকে যাত্রীর লাফ
অনলাইন ডেস্ক

ঘটনাটি  কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের। সেখানে একটি বিমান উড্ডয়নের আগে বিমানের কেবিনের দরজা খুলে লাফ দিয়েছেন এক যাত্রী। এতে বেশ আঘাত পান তিনি। সোমবার এ ঘটনা ঘটেছে। জানা গেছে, এয়ার কানাডার ফ্লাইটটি টরেন্টো থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিকভাবে বিমানে  উঠেন ওই যাত্রী। কিন্তু পরে সিটে বসার পরিবর্তে কেবিনের দরজা খুলে লাফ দেন তিনি। যার ফলে প্রায় ২০ ফুট থেকে রানওয়ের পিচের ওপরে পড়ে আহত হন। এই ঘটনার পর দ্রুতই ঘটনাস্থলে আঞ্চলিক পুলিশ এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলো আসে।    এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন কানাডা এয়ারলাইনের একজন মুখপাত্র। এদিকে ওই যাত্রীর এরকম বিরক্তিকর আচরণের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে কি না সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। উল্লেখ্য, এ ঘটনার কয়েক দিন আগে এয়ার কানাডার একটি ফ্লাইটে একটি পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় ১৬ বছর বয়সী এক যাত্রী। অস্বাভাবিক ওই পরিস্থিতির কারণে যাত্রীদের তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর