মাঝ আকাশে হঠাৎ করেই আটলাস এয়ারের একটি কার্গো বিমানে আগুন ধরে যায়। ফলে বিমানটি যুক্তরাষ্ট্রের মিয়ামি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
আটলাস এয়ার জানিয়েছে, আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। বিমানটিতে বৃহস্পতিবারের শেষ দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি থেকে মাঝ আকাশেই আগুনের ফুলকি ছিটকে ছিটকে পড়ছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করা যায়নি।
বোয়িং ৭৪৭-৮ মডেলের বিমানটিতে চারটি ইঞ্জিন রয়েছে।
তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর এ বিষয়ে বোয়িং কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল