ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ল্যান্ডার বিক্রমকে ডাকলো নাসার মহাকাশযান, মিলল সাড়াও
অনলাইন ডেস্ক

চাঁদের মাটিতে ‘ঘুমাচ্ছে’ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩। ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে তাদের কাজ সম্পন্ন করেছে। বর্তমানে তারা নিষ্ক্রিয়।

খবর অনুসারে, নিষ্ক্রিয় বিক্রমকে হঠাৎ ডাক দিয়েছে নাসার মহাকাশযান। লেজার রশ্মি পাঠানো হয় বিক্রমের কাছে। এত ‘সাড়া’ও মিলেছে।

নাসার লুনার রেকনাইস্যান্স অরবিটর বা এলআরও গত ১২ ডিসেম্বর চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ করেছে। নাসা জানিয়েছে, এলআরও তার লেজার রশ্মির যন্ত্রটিকে বিক্রমের দিকে তাক করে। রশ্মি পাঠানো হয় বিক্রমকে উদ্দেশ করে। বিক্রম এবং নাসার মহাকাশযানের দূরত্ব ছিল অন্তত ১০০ কিলোমিটার।

বিক্রমের মধ্যে আগে থেকেই নাসার তৈরি রেট্রোরিফ্লেক্টর নামের একটি যন্ত্র বসানো ছিল। তাতে প্রতিফলিত হয়ে লেজার রশ্মি ফিরে যায় এলআরও-তে। এভাবে নাসার কাঙ্ক্ষিত পরীক্ষা সফল হয়েছে। বিক্রমের সঠিক অবস্থানও নির্ণয় করা গেছে।

আগামী দিনে মহাকাশ গবেষণা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষায় কাজে লাগবে ভেবেই ইসরোর ল্যান্ডারে যন্ত্র বসিয়েছিল নাসা। বিক্রমের মাধ্যমে তারা তাদর রেট্রোরিফ্লেক্টরটি পরীক্ষা করে নিল।

গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। এক চন্দ্রদিবস ধরে সেখানে ঘুরে ঘুরে নানা তথ্য সংগ্রহ করে রোভার প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশ মহাকাশযান নামাতে পারেনি।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর