ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাইসাইকেলে ইঞ্জিন বসিয়ে মোটরসাইকেলে রূপান্তর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলা সদরে একটি বাইসাইকেলে ইঞ্জিন স্থাপন করে মোটরসাইকেলে রূপ দিয়েছেন আব্দুর রাজ্জাক বেপারী (৬৩) নামে এক ব্যক্তি। পুরোনো একটি বাইসাইকেল মোটরসাইকেলে পরিণত করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন তিনি। মোটরসাইকেলটি দেখতে ভিড় করছেন দূর-দূরান্তের মানুষ। 

রাজ্জাক বেপারী স্থানীয় টরকী এলাকার একটি ওয়ার্কশপের মেকানিক এবং গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার মৃত আ. গফুর বেপারীর ছেলে।

আব্দুর রাজ্জাক বেপারী জানান, তিন হাজার টাকায় একটি পুরনো বাইসাইকেল কিনে ব্যাটারী স্থাপন করে চালিয়ে আসছিলেন তিনি। ব্যাটারি চালিত বাইসাইকেলটি আধুনিকায়নের চিন্তা করেন তিনি। ১৮ হাজার ৫ শ’ টাকায় একটি ইঞ্চিন ও অন্যান্য যন্ত্রাংশসহ প্রায় ২৫ হাজার টাকা খরচ করে বাই সাইকেলটিকে পেট্রোল চালিত একটি মোটরসাইকেলে পরিণত করেন তিনি। মোটরসাইকেলটি এক লিটার পেট্রল বা অকটেনে ভরলে প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে দুইজন আরোহী নিয়ে। একবারে দুই লিটার জ্বালানি ভরা যায় তৈরি করা মোটসাইলেকে। জ্বালানি শেষ হয়ে গেলে প্যাডেল দিয়েও চালানোর ব্যবস্থা রাখা হয়েছে রূপান্তরিত মোটরসাইকেলটিতে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর