ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নদীতে মাছ ধরছিলেন যুবক, হঠাৎ কামড়ে দিল হাঙর
অনলাইন ডেস্ক
পানিতে হাঙর

 এক ব্যক্তি উপসাগরের জলে মাছ ধরছিলেন। কিন্তু একটি হাঙর তাকে ঘিরে ধরে এবং তার পায়ে কামড় দেয়। 

ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পালঘরে বৈতরণ নদীতে। নদীটি নাসিক ও পালঘর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম দিকে আরব সাগরে পতিত হয়েছে।

খবর অনুসারে, ভিকি গোয়ারি মঙ্গলবার মাছ ধরার জন্য কিছু লোকের সাথে উপসাগরে প্রবেশ করেন। কিন্তু তাদের অবাক করে দিয়ে উপসাগরে একটি হাঙর উপস্থিত হয় এবং ভিকির পায়ে কামড় দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

 লোকটি বেঁচে গেলেও তার বাম হাঁটুর নিচের প্রায় অর্ধেক পা হাঙরের আঘাতে কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

ভিকিকে দ্রুত মনোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে দেখতে তীরের কাছে ভিড় জমে। এ

ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় এক ব্যক্তির তোলা ভিডিওতে দেখা যায়, হাঙরটি পানি থেকে উঠে এসে লেজ নাড়ছে। স্থানীয়রা জাল ব্যবহার করে মাছটি ধরে তীরে নিয়ে আসে। পানিতে আরও হাঙর আছে কিনা তা স্পষ্ট নয়।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর