ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জ্যাম এড়াতে মেয়েকে দুই সিটের উড়োজাহাজে বাড়ি পাঠালেন চীনের এক বাবা
অনলাইন ডেস্ক
উড়োজাহাজ

চীনের এক ব্যক্তি তার মেয়েকে চন্দ্র নববর্ষে সময়মতো বাড়িতে পৌঁছানোর জন্য একটি অভিনব উপায় ব্যবহার করেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, ওয়াং নামের ওই ব্যক্তি ভারী যানজট এড়াতে সাত বছর বয়সী মেয়েটিকে দুই আসনের উড়োজাহাজে করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যান।

ওয়াং সংবাদমাধ্যমকে বলেন, তার বাবা-মায়ের বাড়িতে যেতে তার ৫০ মিনিট সময় লেগেছে। গাড়িতে যেতে আরও দুই ঘণ্টা সময় লাগতো। 

 ওই ব্যক্তি চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের বাসিন্দা এবং তিনি পাইলটদের প্রশিক্ষণ দেন।

তিনি বলেন, আমরা যে ছোট উড়োজাহাজটি ব্যবহার করেছি তার দাম ১১ লাখ ইউয়ান। জ্বালানি পূর্ণ ট্যাংকে এটা ১২০০ কিলোমিটার উড়তে পারে।

তিনি আরও বলেন, কয়েক ঘণ্টা আগে রুটটি ব্যবহারের জন্য আবেদন করেন এবং তার বাবা-মায়ের বাড়ির কাছে শিবিরে বিমানটি পার্ক করার অনুমতি চান।

চন্দ্র নববর্ষের ছুটিতে চীনে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। ভ্রমণকারীরা তাদের নিজ নিজ শহরে ফিরে যাচ্ছেন এবং পরিবারগুলি ঐতিহ্যবাহী পুনর্মিলনী নৈশভোজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সূত্র: এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর