ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুমিরের পেটে মিলল ৭০টি ধাতব মুদ্রা!
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের হেনরি ডোরলি কুমিরের পেটে ৭০টি ধাতব মুদ্রা শনাক্ত করা হয়। অসুস্থ হওয়ায় গত সপ্তাহে তার দেহ পরীক্ষা করতে গিয়ে এসব মুদ্রার অস্তিত্ব পাওয়া যায়। পরে সাফল্যের সঙ্গে এসব মুদ্রা বের করে আনা হয়েছে।

পশুচিকিত্সক ক্রিস্টিনা প্লুগ মনে করেন, সম্ভবত চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা কুমিরের আবাসস্থলে এসব ধাতব মুদ্রা ফেলেছিলেন। এটি একটি বিপজ্জনক ও অনাকাঙ্ক্ষিত অভ্যাস।

যুক্তরাষ্ট্রের ওমাহার হেনরি ডোরলি চিড়িয়াখানা ও অ্যাকুরিয়ামের সহযোগী পশুচিকিত্সক ক্রিস্টিনা প্লুগ বলেন, তার প্রশিক্ষণের সাহায্যে, থিবোডক্সকে অবেদন দেওয়া হয়েছিল। পুরো প্রক্রিয়া তাদের নিরাপদে পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল।

ক্রিস্টিনা প্লুগ বলেন, থিবোডক্সের মুখ রক্ষা করতে একটি প্লাস্টিকের পাইপ স্থাপন করা হয়েছিল এবং ধাতব মুদ্রা পর্যন্ত পৌঁছাতে নানা সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল যেমন একটি ক্যামেরা, যা আমাদের এসব মুদ্রা শনাক্তের পর বের করে আনতে সহায়তা করেছিল।

টেলর ইয়াও চিড়িয়াখানার পশুচিকিত্সক এবং পরিচালক বলেছেন, থিবোডক্সের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলেও এটি কিন্তু সচরাচর ঘটে না। এ ঘটনা একটি দুর্দান্ত উদাহরণ। এই চিড়িয়াখানায় প্রাণীদের যত্ন এবং পশুস্বাস্থ্য দলগুলো প্রতিদিন প্রাণীদের কী চমৎকার যত্ন নেয়, এটি তারই একটি উদাহরণ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছিল, তারা যেন চিড়িয়াখানার পানিতে ধাতব মুদ্রা নিক্ষেপ না করেন। কেউ যদি স্মারক হিসেবে মুদ্রা দিতেই চান, তিনি চিড়িয়াখানার ভেতরে বিভিন্ন অংশে মেশিনের মধ্যে সেটা রেখে দিতে পারেন। সূত্র: সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর