ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাত হাজার বোতল মদ চুরি, অবশেষে ধরা
অনলাইন ডেস্ক
মদের বোতল

ফ্রান্সের বিখ্যাত ওয়াইন অঞ্চল বারগুন্ডিতে নিয়োগকর্তাদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ ইউরো মূল্যের সাত হাজার বোতল চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সংবাদপত্র জার্নাল দে সাওন-এট-লোয়ার জানিয়েছে, ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি তার নিয়োগকর্তার কাছ থেকে চার বোতল মদ নিচ্ছেন নিরাপত্তা ক্যামেরায় এমন দৃশ্য ধরা পড়ে। এরপর তার ও তার মায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বোতল পাওয়া যায়। একইসঙ্গে ঐতিহাসিক শহর বিউনের আশেপাশে ১৫ বছর ধরে কাজ করা এই ব্যক্তির কাছে প্রায় সাত হাজার বোতল পাওয়া যায়। এর মধ্যে ভোসনে-রোমানির প্রযোজকদের গ্র্যান্ড ক্রাস অন্তর্ভুক্ত ছিল যার মূল্য এক হাজার ইউরোরও বেশি হতে পারে।

ডিজনের প্রসিকিউটর অলিভিয়ার কারাকচ এএফপিকে বলেন, তিনি একটি বোতলও বিক্রি করেছেন বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

৫৬ বছর বয়সী এই ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন এবং এই গ্রীষ্মে তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন কারাকচ।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর