ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

থাই বিমানবন্দরে লাগেজ খুলতেই বেরিয়ে এলো লাল পান্ডা, সাপ, টিকটিকি!
অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের বিমানবন্দরে যাত্রীর ব্যাগ খুলতেই শুল্ক কর্মকর্তাদের চোখ ছানাবড়া। একে একে বেরিয়ে এলো লাল পান্ডা, সাপ, টিকটিকিসহ ৮৭টি প্রাণী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন যাত্রীর লাগেজ আটকে দিয়েছিল সুবর্ণভূমি বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা। তল্লাশি করতে গিয়েই তারা এসব প্রাণীর সন্ধান পান।

সেই প্রাণী বহরে আছে লাল পান্ডা, বিভিন্ন প্রজাতির সাপ, টিয়া পাখি, বড়সড় টিকটিকি। 

এ ঘটনায় ছয়জনকে আটক করে কর্তৃপক্ষ। তারা সবাই ভারতের নাগরিক।

বিমানবন্দরটির শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, পাচারের জন্য এসব পশু-পাখি পরিবহন করা হয়েছিল। আটকরা এগুলো ব্যাংকক থেকে ভারতের মুম্বাইয়ে নিয়ে যাচ্ছিলেন। 

প্রাণী পাচারের অভিযোগ প্রমাণ হলে এই ৬ জনকে সর্বোচ্চ ১০ বছর কারাগারে থাকতে হতে পারে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর